![]() |
প্রতিকী চিত্র |
ডিফু(অসম) 20 জুন 2021: রোববার ইউনাইটেড পিপলস রিভলিউশনারি ফ্রন্ট এর দুই উগ্রবাদী সদস্য অসমের কারবি এংলং-এ পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিশেষ তথ্যের উপর ভিত্তি করে জলেন এলাকার সিংঘাসন পাহাড়ে একটি অপারেশন চালানো হয়েছিল, সেখানেই এই দুই উগ্রবাদীকে হত্যা করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটো AK-47 রাইফেল এবং কিছু নথি উদ্ধার করেছে। পুলিশ আরো জানায়, সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে উগ্রবাদী এই গোষ্ঠীর কমান্ডার-ইন-চিফ নিহত হয়েছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে, সেই ঘটনারই ফলস্বরূপ ডিসেম্বর মাসে দলের বেশিরভাগ সদস্যই আত্মসমর্পণ করেন।
পরবর্তীতে দলের দুই সদস্য ভেরাপ্পান ও অর্জুন আরো ছ'জনকে সঙ্গে করে দল পূণর্গঠন করে নিজেদের কার্যকলাপ শুরু করেন। দলে যুক্ত করেন নতুন কেডারও।
অর্জুনকে এবছরের প্রথম দিকে গ্রেপ্তার করা হয়, বর্তমানে তিনি জেলে আছেন। আর এবার নিহত হলেন এই দলেরই আরো দুজন।
সূত্র: পি,টি,আই।
0 মন্তব্যসমূহ