ঘটনাটি রবিবারের, ঘটেছে ইটার্শি-নাগপুর রেল রুটে। পাথরোটা থানার অফিসার ইন-চার্জ নগেশ ভের্মা PTI-কে জানান যে মৃত ব্যক্তিকে পাঞ্জারা কালা গ্রামের বাসিন্দা সঞ্জু চৌরে(22) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি জানান, "ব্যক্তিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য তার বন্ধুর সঙ্গে ভিডিও ধারণ করছিলেন যখন তাকে একটা ট্রেন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শরদ্দেব বাবা এলাকায় আঘাত করে।"
তার বন্ধুর ধারণ করা একটি ভিডিও সোমবারে ভাইরাল হয়, যাতে দেখা যাচ্ছে হর্ণ বাজিয়ে একটি মালবাহী ট্রেন আসছে এবং তাকে আঘাত করছে।
সূত্র: পি.টি.আই.
0 মন্তব্যসমূহ