ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য পি,এই,ডি আর বাধ্যতামূলক থাকছেনা

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন(UGC) জানিয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলোতে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য পি,এইচ, ডি আর বাধ্যতামূলক থাকছেনা। যে সকল ইন্ডাস্ট্রি এক্সপার্টদের পি, এইচ, ডি নেই তাঁদের নিযুক্ত করতে UGC নিয়েছে এই পদক্ষেপ।

সূত্র অনুযায়ী, UGC পরিকল্পনা করছে এইসব শিক্ষকদের জন্য নতুন পদ নির্মাণ করবে, যেমন Professors of Practice এবং Associate Professor of Practice।

এই পদক্ষেপটি নেওয়া হয়েছে যাতে এক্সপার্টরা নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে ভাগ করে নিতে পারেন। যে সকল অভিজ্ঞরা শুধুমাত্র পি,এইচ,ডি, নেই বলে ইউনিভার্সিটিতে পড়াতে পারছেন না তাদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উনিভার্সিটিতে পড়ানোর জন্য পি,এই,ডি আর বাধ্যতামূলক থাকছেনা

ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন(UGC) জানিয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলোতে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ার জন্য পি,এইচ, ডি আর বাধ্যতামূলক থাকছেনা। যে সকল ইন্ডাস্ট্রি এক্সপার্টদের পি, এইচ, ডি নেই তাঁদের নিযুক্ত করতে UGC নিয়েছে এই পদক্ষেপ।

সূত্র অনুযায়ী, UGC পরিকল্পনা করছে এইসব শিক্ষকদের জন্য নতুন পদ নির্মাণ করবে, যেমন Professors of Practice এবং Associate Professor of Practice।

এই পদক্ষেপটি নেওয়া হয়েছে যাতে এক্সপার্টরা নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সাথে ভাগ করে নিতে পারেন। যে সকল অভিজ্ঞরা শুধুমাত্র পি,এইচ,ডি, নেই বলে ইউনিভার্সিটিতে পড়াতে পারছেন না তাদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ