শিয়ালদহ স্টেশনে তৈরি হতে চলেছে রুফ প্লাজা



প্রতিবেদন, তনুশ্রী গুহ : শিয়ালদহ স্টেশন যা এক বিশেষ পরিচিত তথা এক ব্যস্ততম স্টেশনও বটে। বর্তমানে এই স্টেশনের রুপ, গঠন তথা কারুকর্যও এক আলাদা সৌন্দর্যের যে আওতায় সে নিয়েও কোনো সন্দেহ নেই। আর এই সৌন্দর্যকে আরও বৃদ্ধি করতে অর্থ্যাৎ এর সৌন্দর্যায়নের আরও বৃদ্ধির জন্য এখানে তৈরি হতে চলেছে 'রুফ প্লাজা'। যার মাধ্যমে যাত্রীদের স্টেশনে পৌঁছানোর পথ ও প্রস্থানের পথ আরও প্রশস্ত করা হবে। যাতায়াতের রাস্তা দিয়ে পৌঁছে যাওয়া যাবে ছাদে এবং সেখানে গিয়ে যাত্রীরা খাওয়া- দাওয়া করে ট্রেন ধরতে পারবেন। এর মাধ্যমে যাত্রীরা যে আরও উপকৃত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সূত্রের খবর শিয়ালদহ স্টেশন ছাড়াও আরও কিছু রেল স্টেশনেরও সৌন্দর্যায়ন করা হবে, যার মধ্যে কল্যাণী, কৃষ্ণনগর সহ রয়েছে আরও বেশ কিছু রেলস্টেশনের নাম। এই উদ্যোগ এবং এই ভাবনা যে যাত্রীদের সুবিধাকে আরও প্রসারিত করবে এবং যাত্রীরা যে আরও সৌন্দর্যায়ন উপভোগ করতে চলেছে তা নি:সন্দেহেই বলা যেতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, শিয়ালদহ স্টেশন যেখানে প্রতিদিনই যাত্রীদের ভিড়, সমাগম লক্ষ্য করা যায় সেই ব্যস্ত স্টেশন যে যাত্রীদের সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী তা বারংবারই বোঝা যাচ্ছে কোনো না কোনো সুপরিকল্পিত উদ্যোগের দ্বারা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. প্রিয় তনুশ্রী ম্যাম, আপনি আমার সাথে যোগাযোগ করুন। কিছু দরকার রয়েছে। 8927945936 এই নাম্বারে WhatsApp করুন আমাকে

    উত্তরমুছুন