প্রতিবেদন, তনুশ্রী গুহ:- অ্যাকশন মুভি নিয়ে ফের দর্শকদের কমার্শিয়াল সিনেমা উপহার দিতে চলেছে অভিনেতা জিৎ, আসতে চলেছে সিনেমা "চেঙ্গিজ"। মুম্বাইয়ে হয়ে গেলো যেটির ট্রেলার লঞ্চ। এর গল্প লিখেছেন নিরাজ পান্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। যার প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মাদনানি, অমিত জুমরানি। ইউটিউবে ট্রেলার লঞ্চের ১ ঘন্টার মধ্যেই ভিউ ছাড়িয়ে যায় ১ লক্ষ যাতে বোঝাই যাচ্ছে যে দর্শকরা কতটা উচ্ছ্বসিত এই সিনেমার জন্য। টিজার দেখে যদিও মিলছিল গল্পের আভাস। সাতের দশক থেকে নয়ের দশকের কলকাতার এক আন্ডারওয়ার্ল্ডের কাহিনিকে ঘিরে তৈরি এই সিনেমা। এবং সেইসময় কলকাতার পুলিশ পরিবারের সন্তান জয়দেব সিং কিভাবে হয়ে উঠলেন অন্ধকার জগতের একজন বাদশা চেঙ্গিজ সেই প্রেক্ষিতেই এই সিনেমা। জিৎ -এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত উল্লেখ্য যে, অভিনেতা জিৎ দর্শকদের যে পছন্দের অভিনেতা তা নি:সন্দেহেই বলা যেতে পারে। ট্রেলার শেষে জিৎ -কে বলতে শোনা যায়, "এটা ত শুধু ট্রেলার ছিলো, খেলা এখনো বাকি আছে।।" সিনেমাটির রিলিজের অপেক্ষায় দর্শকরা।
0 মন্তব্যসমূহ