শুরু হল MSME আড্ডা সেশন

 MSME আড্ডা সেশন চালু করল MSME ডেভেলপমেন্ট ফোরাম-ওয়েস্ট বেঙ্গল, স্টক এক্সচেঞ্জ, গ্রেটেক্স ও সানমার্গ ফাউন্ডেশন। বিশ্বব্যাপী র‌্যাঙ্কিং সূচকে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে MSME অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বম্বে স্টক এক্সচেঞ্জ, গ্রেটেক্স এবং সানমার্গ ফাউন্ডেশনের সাথে MSME ডেভেলপমেন্ট ফোরাম-ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার কলকাতার দ্য পার্কে MSME আড্ডা চালু করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: শ্রী বিবেক গুপ্ত, বিধায়ক; শ্রী অজয় ঠাকুর, বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান এমএসএমই স্টার্ট আপ; শ্রী রজনীশ গোয়েঙ্কা, চেয়ারম্যান এমএসএমই ডেভেলপমেন্ট ফোরাম; শ্রী অলোক হারলালকা, এমডি গ্রেটেক্স কর্পোরেট সার্ভিস লিমিটেড; সিএস (ড.) মমতা বিনানি, এমএসএমই -এর ডেভেলপমেন্ট ফোরাম পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট এবং আরও অনেকে। আসুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 

কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহর রিপোর্ট।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ